চকরিয়ায় নতুন দুই ইউপি সদস্য এছাম ও মোজাম্মেল

চকরিয়া প্রতিনিধি | রবিবার , ১০ মার্চ, ২০২৪ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চকরিয়ার বদরখালী ও কৈয়ারবিলের দুটি ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের ভোট গ্রহণ গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। বদরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে ১ হাজার ১৮ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছে এছাম উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী নুরুন্নবী পেয়েছেন ৭৮৬ ভোট। একইভাবে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে ৭২৫ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। তার প্রতিদ্বন্দ্বী মো. আলমগীর পেয়েছেন ৩৩৬ ভোট। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন উপনির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ইরফান উদ্দীন।মৃত্যুজনিত কারণে বদরখালী, চিরিঙ্গা ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের তিনটি ওয়ার্ডের সদস্য পদ শূন্য হওয়ায় উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তদ্মধ্যে চিরিঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন মো. ইসমাইল। অপর দুই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী থাকায় নির্বাচন অনুষ্ঠিত হল।

পূর্ববর্তী নিবন্ধখেলাধুলা ও সুস্থ সংস্কৃতি চর্চা সুন্দর সমাজ গড়তে ভূমিকা রাখে
পরবর্তী নিবন্ধনোবিপ্রবি চ্যাম্পিয়ন, চবি রানার্সআপ