চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত আটক

চকরিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় চিরিঙ্গা-বদরখালী সড়কের রামপুর এলাকায় ডাকাতি করতে সড়কে ব্যারিকেড দেওয়ার সময় খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭-৮জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পিছু ধাওয়া করে তিনজন ডাকাতকে আটক করেছে চকরিয়া থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি রাইফেলের গুলি, একটি তরবারি, ধারালো দা ও কিরিচ।

আজ বুধবার ভোররাতে উপজেলার সাহারবিল ইউনয়িনের রামপুরস্থ মমতাজ মেম্বারের বাড়ির অদূরে আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

আটক তিন ডাকাত হলেন, চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিনামারা মগবাজার এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তায়েফুল ইসলাম (২২), ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা গ্রামের গোলাম কাদেরের ছেলে মো. জসিম উদ্দিন (৩৪) ও চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড খামার পাড়ার মো. আকরামের ছেলে ইসমাইল হোসেন টিপু (৩৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, লোকজন থেকে সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পাওয়া মাত্রই পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পাঠাই। তারা গুলি ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করে। এ ব্যাপারে অস্ত্র আইনে ও ডাকাতির প্রস্তুতির ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থী রাব্বি হত্যা : চট্টগ্রামে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ম্যাজিস্ট্রেটের জব্দ করা দুই এস্কেভেটর নিয়ে গেল চোর