চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভা গতকাল নগরীর চকবাজারে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. ইসমাইল হোসাইন সিরাজী। অনুষ্ঠান উদ্বোধন করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহসভাপতি মো. তারেক শাহ। সঞ্চালনায় ছিলেন সমিতির সেক্রেটারি মো. জাবিদ আহছান ও সহ–সেক্রেটারি জাহেদুল আলম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান মেহমান ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. একেএম ফজলুল হক।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ ড. মো. সানাউল্লাহ, সমাজসেবক আকবর খান, মো. জহির উদ্দীন, রেজাউল হক চৌধুরী, ইউসুফ বাহার চৌধুরী, আহমেদ খালেদুল আনোয়ার, মাহবুবল মৌলা রিপন, সালাহউদ্দীন কাওসার লাবু, রেজাউল করিম, কামরুল হুদা, আবদুল হান্নান, সাদুর রশিদ চৌধুরী ও সমাজসেবক মো. ইলিয়াছ। পরে বৃত্তিপ্রাপ্ত ও এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. আইয়ুব কায়ছার, মো. পারভেজ উদ্দীন, ফজলে রাব্বি, জসিম উদ্দীন, নাদিম মো. নুরুন্নবী, আহমদ শফি, শামসুল ইসলাম ও রাজা শাহিন। প্রেস বিজ্ঞপ্তি।











