ঘাসফুল নির্বাহী কমিটির সভা

| শুক্রবার , ১২ আগস্ট, ২০২২ at ৭:৫৩ পূর্বাহ্ণ

ঘাসফুল নির্বাহী কমিটির ১১২তম সভা গতকাল বুধবার চান্দগাঁওস্থ সংস্থার প্রধান কার্যালয়ে চবি সিনেট সদস্য ও ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বঙ্গবন্ধুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক প্রস্তাব গৃহীত হয়। পরে প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ ও প্রধান পৃষ্ঠপোষক এম এল রহমানসহ গত পঞ্চাশ বছরে যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদের স্মরণ করা হয়। সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন, নির্বাহী কমিটির সহ-সভাপতি শিব নারায়ণ কৈরী, সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ, সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক (অপারেশন) মোহাম্মদ ফরিদুর রহমান, উপ-পরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক সাদিয়া রহমান, সহকারী পরিচালক (এসডিপি) কে এম জি রাব্বানী বসুনিয়া, অডিটি ও মনিটরিং বিভাগের প্রধান টুটুল কুমার দাশ ও আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ নাছির উদ্দিন।
সভায় ঘাসফুল প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণের মরণোত্তর বেগম রোকেয়া পদক বাবদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাওয়া ৪ লক্ষ টাকার চেক চেয়ারম্যান ড. মনজুর উল আমিন চৌধুরীর কাছে ঘাসফুল পরাণ রহমান ফান্ডের জন্য হস্তান্তর করেন পারভীন মাহমুদ এফসিএ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে সেরা ট্রেক হোল্ডারদের পুরস্কার প্রদান অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধফুটপাত থেকে ১০টি দোকানের বর্ধিত অংশ অপসারণ