গ্রেপ্তারের ২২ দিন পর মুক্তি পেলেন কাউন্সিলর রাজিব

মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ আজ

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৫:৪৫ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভা নির্বাচনে সহিংসতা ও হত্যা মামলার ঘটনায় গ্রেপ্তার হওয়ার ২২ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান। এর আগে সকালে চট্টগ্রাম জেলা জজ আদালত থেকে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।
গত ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক গুলিবিনিময়, সহিসংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নানের ছোট ভাই আবদুল মাবুদ ভোট কেন্দ্রের বাইরে গুলিতে নিহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ সরোয়ার কামাল রাজিব ও আবদুল মান্নানকে ভোট কেন্দ্র থেকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওইদিন রাতে আবদুল মান্নানকে ছেড়ে দিলে তিনি বাদী হয়ে রাজিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ২২ দিন পর রাজিব মুক্তিলাভ করেন। রাজিবের মুক্তির সময় জেলগেটে উপস্থিত ছিলেন- পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এমএনএ নাছির, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুক, পটিয়া পৌরসভা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর গোফরান রানা, ছাত্রনেতা নুরুল করিম। মুক্তি পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা সরওয়ার কামাল রাজিব বলেন, আমি আটক হওয়ার পরও এলাকাবাসী পটিয়া পৌরসভার মধ্যে আমাকে সর্বাধিক ভোটে বিজয়ী করে ঋণী করেছেন। তাদের সেবার মাধ্যমে আমি এই ঋণ পরিশোধ করার চেষ্টা করব।
এদিকে আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে সকাল ১১টায় নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম নদী সেতুতে যুক্ত হলো বাংলাদেশ ও ভারত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার