গ্যাসের সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে লিকেজ, আতঙ্ক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৭:৫১ পূর্বাহ্ণ

নগরের পূর্ব নাসিরাবাদ বায়েজিদ বোস্তামী সড়কের কসমোপলিটন গেট এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে থাকা সিলিন্ডার লিকেজের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মাঝে। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নম্বর গেটের দিকে যাচ্ছিল কাভার্ডভ্যানটি। চলন্ত অবস্থাতেই লিকেজের কারণে গ্যাসের গন্ধ ছড়াতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পাঁচলাইশ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে। ঘিরে ফেলে গাড়িটি। দরজা খোলার পর দেখা যায়, ভ্যানের ভেতরে সারি সারি গ্যাস সিলিন্ডার। সেখানে একটি সিলিন্ডার লিকেজ হয়ে বের হচ্ছিল গ্যাস।

এদিকে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যাওয়ায় সিলিন্ডারগুলো কোন কোম্পানির এবং কোথায় নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি। তবে পুলিশ গাড়িটি থানায় নিয়ে যায়।

বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, গ্যাস সিলিন্ডারে লিকেজ হওয়ায় একটি কাভার্ডভ্যান রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল। এতে আতঙ্কিত হয়ে পথচারীরা ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিসে ২টি ইউনিট গিয়ে সিলিন্ডারটি সরিয়ে নেয়। বাকি সিলিন্ডারগুলো অক্ষত অবস্থায় আছে। তিনি বলেন, এভাবে গ্যাস বহন করা খুব বিপদজনক। আমরা এমন অনুমতি কখনও দিই না।

পূর্ববর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন, ঐকমত্যের বৈঠকে বিএনপির যে প্রস্তাব
পরবর্তী নিবন্ধযৌথ বাহিনীর নিয়মিত অভিযান চললে আইনশৃঙ্খলার উন্নতি হবে