গো-খাদ্যের মূল্য বৃদ্ধিতে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত

চিটাগাং ডেইরি ফার্ম এসো’র কার্যকরী কমিটির সভা

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের কার্যকরী কমিটির সভা গতকাল রবিবার পূর্বকোণ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী। সভায় দুধের মূল্য পুনঃনির্ধারণের লক্ষ্যে আলোচনা হয়। এ সময় গো খাদ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে ক্ষোভ প্রকাশ এবং এলডিপি বিষয়ে প্রায় ৪২০০ কোটি টাকা প্রকল্পে কীভাবে ব্যয় হয় সে বিষয়ে বিস্ময় প্রকাশ করা হয়। সভায় সদস্যরা বলেন, দুধের পাইকারি মূল্য গত ৭ বছর আগে ৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে খাদ্যের দাম, বিদ্যুৎ, শ্রমিকের মজুরি, ওষুধ ইত্যাদির মূল্য প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু দুধের দাম বাড়ানো হয়নি। গত মার্চের পর থেকে কোভিড-১৯ এর কারণে সমস্ত খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বর্তমান সময়ে পাতা ভূষির দাম কেজি ৩০ টাকার উপরে। আটা কুঁড়া ২৫ টাকার মতো এবং সয়াবিন খৈলের দাম ৪৪ টাকার মত হয়েছে। তাই দুধের পাইকারি মূল্য খামার পর্যায়ে ৬০ টাকা ন্যূনতম ঠিক করা হয়। তেমনি খুচরা মূল্য খামার পর্যায়ে ন্যূনতম ৮০ টাকা নির্ধারণ করা হয়। এসোসিয়েশনের পক্ষ থেকে মিষ্টির কারখানাসমূহের মালিকদের এই পাইকারি মূল্য বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়। সভায় মিষ্টির কারখানাসমূহের অর্থাৎ প্রস্তুতকারীদের খামারিদের সাথে অংশীদার হিসাবে যেমন ভেবে দ্রুত এই মূল্য বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করার আবেদন রাখা হয়। তেমনিভাবে খুচরা দুধের দাম খামার পর্যায়ে ন্যূনতম ৮০ টাকা নির্ধারণ করে দাম বাস্তবায়নের জন্য ভোক্তাদের আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন, এয়ার মোহাম্মদ আবছার চৌধুরী, নাঈম উদ্দিন, শাহেদ আয়াতুল্লাহ খান, মো. হানিফ আবেদিন, এম দোভাষ, কামরুল ইসলাম, হারুন চৌধুরী, আবদুল মাবুদ নিজাম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবিনাশী ৭১-এর প্রবাল চৌধুরী স্মরণসভা
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা