লোহাগাড়ায় গোয়ালঘরের তালা কেটে কৃষকের ৪টি গরু নিয়ে গেছে চোরেরা। গতকাল বুধবার ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম রশিদের পাড়ার আকবর আলী মুন্সি মহল্লায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সিরাজুল ইসলাম। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র। স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলো গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে ঘুমাতে যান। ভোররাতে চোরের দল গোয়ালঘরের দরজার তালা কেটে গরু ৪টি নিয়ে যায়। সকালে গোয়ালঘরের তালা কাটা ও গরু দেখতে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন। চুরি হওয়া গরু ৪টির আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গরু চুরির ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।