গীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর (গীমাস) উদ্যোগে ও বাগীশিকের সহায়তায় বৈশ্বিক করোনার মহামারীতে হতদরিদ্র পরিবারের মাঝে ৬ষ্ঠ দফায় উপহার সামগ্রী বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়। নগরীর আন্দরকিল্লাস্থ বাগীশিক কার্যালয়ে আয়োজিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গীমাসের উপদেষ্টা অধ্যাপক পপি সাহা। গীমাস কর্মকর্তা চম্পা চৌধুরীর সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন জনতা ব্যাংকের এজিএম শম্ভু দাশ। প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা রিপন দেবনাথ, বিএসআরএম’র সহ-ব্যবস্থাপক রাজীব চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তিন্নি চৌধুরী, গীমাস উপদেষ্টা শিল্পী চৌধুরী। আরো উপস্থিত ছিলেন টিটু দাশ, নিউটন দত্ত, টিটু মল্লিক, রিপন নাথ, রিমন দত্ত, বিশ্বজিৎ নাথ, হীরা নাথ, পূজা রক্ষিত, মৈত্রী আচার্য্য, প্রিয়াংকা পাল পূজা, জয়া দেবী, শান্তা নাথ প্রমুখ। অনুষ্ঠানে করোনার দুর্যোগে হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।