অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

ছাত্রসেনা মহানগর ইউনিটের সভা

| রবিবার , ৩০ মে, ২০২১ at ১১:৪১ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরীর সাধারণ সভায় বক্তারা বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা খুবই সংকটকাল অতিক্রম করছে। শিক্ষাধারা চলমান রাখতে ভার্চুয়াল পাঠক্রমের উপর জোর দেয়া হলেও প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রাক অভিজ্ঞতা না থাকায় এক্ষেত্রে খুব একটা লাভ হচ্ছে না। সত্যিকার অর্থে শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা-চেতনার বহিঃপ্রকাশ হওয়ার মূল কেন্দ্রস্থল হচ্ছে শ্রেণিকক্ষ। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার উদ্যোগ নিতে হবে।
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগরের উদ্যোগে গতকাল শনিবার দুপুর ২টায় দামপাড়া ইমাম ম্যানসনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের মহানগর সভাপতি এম. কাউছারুল ইসলাম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিহাব উদ্দিন, মুনির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, আবুল হাশেম রাশেদ, শহীদুল ইসলাম, মাসরুর রহমান, জয়নাল আবেদীন, জুয়েল, খালেক মাসুদ, আব্বাস, ইশতিয়াক রাফি ও মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রে জ্বলছে রাসায়নিক ভর্তি জাহাজ
পরবর্তী নিবন্ধগীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর উপহার সামগ্রী বিতরণ