গাছবাড়িয়া সরকারি কলেজে অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

| বুধবার , ২৯ ডিসেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মতিয়ুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। কলেজের শিক্ষক পরিষদের পক্ষ থেকে শিক্ষক পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. সুব্রত বরণ বড়ুয়া। প্রফেসর আবু বকর মজুমদারের সভাপতিত্বে ও মোহাম্মদ হাসান ছরওয়ারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ড. নারায়ণ বৈদ্য, সাবেক অধ্যক্ষ প্রফেসর রতন কুমার চক্রবর্তী, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মকছুদুল আমিন , পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুল ইসলাম, বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছির উদ্দিন, প্রফেসর নুরুল হুদা, উপাধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো আশিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন কলেজ, বিভাগ ও শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিকা পেলেন জাহাজ ভাঙা শ্রমিকরা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে বিজয় মেলায় ৩২ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা