গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউটে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউটে নবীন বরণ২৪ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। মাইজভান্ডারে সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, শিক্ষার্থীদের শুভেচ্ছা বক্তব্য, ফুল দিয়ে নবীনদের বরণ এবং বিদায়ীদের ক্রেস্ট ও সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউট পরিচালনা পরিষদের সভাপতি সৈয়ফ ইরফানুল হক মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেনচট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাযী মো: সাইফুল আচফিয়া। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাউছুল আজম মাইজভান্ডারি পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: আবদুল বাতেন। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী মো. আরমান ও সাবরিনার যৌথ সঞ্চালনা এতে আরো বক্তব্য রাখেনউপাধক্ষ্য মো. শহিদুল্লাহ, প্রভাষক মেজবাউল আলম ভূইয়া, শিক্ষার্থী জান্নাতুল তাজারি প্রমুখ।

এসময় বক্তারা বলেনকারিগরি শিক্ষার বিকল্প অন্য কিছু নেই। আধুনিক বিজ্ঞানের এ যুগে খেটে খাওয়া মানুষের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারি ফটিকছড়িতে এ পলিটেকনিকটি প্রতিষ্ঠা করেছেন। মাত্র ৩ বছরে গাউছুল আজম মাইজভান্ডারী পলিটেকনিক ইন্সটিটিউট যে সুনাম অর্জন করেছে আগামীতে পুরোদেশে এ প্রতিষ্ঠান সবার সেরা হবে। ইতিমধ্যে সিজিপিএ দিয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাক চাপায় বাইক আরোহী যুবক নিহত
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন