খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ মরার উপর খাড়ার ঘা বলে মন্তব্য করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা এবং চসিক সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সুজন বলেন করোনা মহামারির কারণে দুই বছর ধরে মানুষের আয় রোজগার প্রায় নিম্নমুখী। এ অবস্থায় খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ সাধারণ ক্রেতার জন্য মরার উপর খাড়ার ঘা। যারা প্রতিদিন ছটাক ছটাক তেল কিনে রান্নার কাজে ব্যবহার করে এ সিদ্ধান্তের ফলে তারা কিভাবে চলবে সে প্রশ্ন আজ মানুষের মুখে মুখে। তিনি বলেন আন্তর্জাতিক বাজারে পরিশোধিত এবং অপরিশোধিত তেলের দাম কতো তা কখনোই একজন ভোক্তা জানতে পারে না। খোলা সয়াবিন এবং পাম তেলের গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের। খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করার ফলে অপ্রয়োজনীয় প্লাস্টিক বোতলের ব্যবহার বাড়বে। এতে করে প্লাস্টিক দূষণও বৃদ্ধি পাবে। সুতরাং খোলা সয়াবিন এবং পাম তেলের গুণগত মান নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের নজরদারি বৃদ্ধি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।