খেলার মাঠ পেল হালিশহরের শিশুরা

চসিক মেয়রের উদ্যোগ

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:৫৬ পূর্বাহ্ণ

হালিশহরের স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে নিয়ে প্রায় ২ কোটি ব্যয়ে হালিশহর হাউজিং এস্টেটের মাঠটি শিশুদের জন্য সারা বছর খেলার উপযোগী করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল শুক্রবার মাঠটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে মেয়র বলেন, শিশুদের আনন্দময় শৈশব উপহার দিতে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও শিশুপার্ক গড়তে চাই আমি। এই এলাকার মানুষ আমাকে জানিয়েছিল হালিশহর হাউজিং এস্টেটের মাঠটি এলাকা থেকে বেশ নীচু হওয়ায় বর্ষাকালে এখানে পানি জমে খেলার পরিবেশ থাকত না এবং জমে থাকা পানিতে মশা জন্মাত এবং মানুষের চলাচলের উপযুক্ত থাকতনা। আপনাদের দাবি মেনে আমি রাস্তা, মাঠ, উঠান করে দিচ্ছি। কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাবেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. ইসমাইল, মো. জাবেদ, আবদুস সালাম মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, সহকারী প্রকৌশলী সজিব রেজা হক, আওয়ামী লীগ নেতা দেলওয়ার হোসেন খোকা, এরশাদুল আমিন, হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআদার ওয়ে এরাউন্ড
পরবর্তী নিবন্ধস্বল্পমূল্যে সেবার জন্য ডায়াবেটিক হাসপাতাল অনন্য প্রতিষ্ঠান