খুলশীতে বিদ্যুৎস্পৃষ্টে রেল কর্মচারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

নগরীর খুলশীতে চাঁন মিয়া হাওলাদার (৪০) নামে রেলওয়ের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সেগুন বাগান ক্যান্টিন গেট এলাকার কাঠের বাংলোতে এ দুর্ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া মাদারীপুর জেলার সদর থানার আবদুল মোতালেব হাওলাদারের সন্তান। তিনি চার ছেলে-মেয়ের জনক এবং দীর্ঘদিন ঘরে সেগুন বাগান ৩নং লেইনে বসবাস করে আসছিলেন।
নিহত চাঁন মিয়ার ভাগিনা মুজাহিদ হাওলাদার আজাদীকে বলেন, মামা রেলওয়ে পূর্বাঞ্চলের বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। সরকারি কাজে তিনি ক্যান্টিন গেটে গিয়েছিলেন। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় মামাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, চারটার পর চাঁন মিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ লোহাগাড়ায় দে