খাজা চৌহরভী ছিলেন নূরানী জ্ঞানে ভাস্বর ও বেলায়তের নক্ষত্র

সালানা ওরস মোবারক মাহফিলে বক্তারা

| রবিবার , ৯ জুন, ২০২৪ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় গতকাল শনিবার খাজা আবদুর রহমান চৌহর্‌ভী (রহ.)’র ১০৩ তম ওফাত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, খাজা চৌহরভী ছিলেন আল্লাহ প্রদত্ত নুরানী জ্ঞানে ভাস্বর ও বেলায়তের নক্ষত্র। তিনি অদ্বিতীয় ত্রিশ পারা বিশিষ্ট দরূদ শরীফ গ্রন্থ ‘মাজমুয়ায়ে সালাওয়াতরাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ লিখে বিশ্বের বুকে তাক লাগানো এশ্‌কে রাসূলের খেদমত আঞ্জাম দেন। যা পবিত্র কোরআন শরীফ ও বোখারী শরীফের পর মানব কল্যাণমূলক সেরা বিধান হিসেবে সকলের কাছে সুপরিচিত।

সালানা ওরস মোবারক মাহফিলে বক্তব্য দেন, আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম রেজভী, প্রধান ফকিহ মাওলানা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, মাওলানা মীর মোহাম্মদ আলাউদ্দীন প্রমুখ। এতে অংশ নেন, আনজুমান ট্রাস্টের এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মুহাম্মদ সিরাজুল হক, এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারী এস এম গিয়াস উদ্দিন শাকের, গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আব্দুল হামিদ, আব্দুল হাই মাসুম, কমর উদ্দীন সবুর, মাহবুব ছাফা, আশেক রসুল খান বাবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখতিবে বাঙ্গাল কনফারেন্স উদযাপন পরিষদের প্রস্তুতি সভা ২৭ জুন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শান্তি পরিষদের নেতৃত্বে রণজিৎ-মেহরাজ