খাগড়াছড়িতে তিনদিনব্যাপী মং সার্কেলের রাজপুণ্যাহ অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল শুক্রবার জেলাসদরের ঠাকুছড়া এলাকায় রাজ বাড়ি প্রাঙ্গণে এ রাজপুণ্যাহ আয়োজন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সাংসদ ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাক্সফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। সকালে ঐতিহ্যবাহী পোষাক পরিচ্ছেদ ও আবহে আমন্ত্রিত অতিথিদের নিয়ে রাজপুণ্যাহস্থলে আগমন করেন মং সার্কেলের চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী। এ সময় তাকে তলোয়ার উপহার দিয়ে বরণ করে নেন হেডম্যান ও কার্বারিরা। কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সর্বপ্রথম তিন পার্বত্য জেলায় হেডম্যান-কার্বারিদের মাসিক ভাতা চালু করেন। কিন্তু তারা আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠীদের প্রভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। এ সময় তিনি জেলার প্রতিটি নাগরিকের অর্থনৈতিক অধিকার আদায়ের পাশাপাশি প্রথাগত অধিকার সমুন্নত রেখে কাজ করার জন্য মং সার্কেল প্রথার সকলস্তরের দায়িত্ব প্রাপ্তদের প্রতি আহ্বান জানান।
পুণ্যাহ অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সভাপতি কংজরী চৌধুরীসহ সামরিক-বেসামরিক কর্মকর্তা, হেডম্যান-কার্বারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হেডম্যান, কার্বারি ও আমন্ত্রিত অতিথিরা মং সার্কেল চিফকে সম্মানসূচক ঐতিহ্যবাহী নাজরানা উপঢৌকন প্রদান করেন। রাজপুণ্যাহ উপলক্ষে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নৃত্য শিল্পীরা চাকমা, ত্রিপুরা ও মার্মা গানের মধ্য দিয়ে মনোরম নৃত্য পরিবেশন করেন। আগামীকাল নারী হেডম্যান-কার্বারিদের সম্মেলনের মধ্যে দিয়ে শেষ হবে তিনদিনব্যাপী এই অনুষ্ঠান।