দক্ষিণ গঞ্জপাড়া, খাগড়াছড়ি পার্বত্য অঞ্চল শাখা কাদেরীয়া চিশ্তীয়া এ বারীয়া কমিটির উদ্যোগে ২০ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদ্যাপন উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়। কাদেরীয়া চিশ্তীয়া এ বারীয়া কমিটির সভাপতি মোহাম্মদ জাহেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বাহির সিগন্যাল আল আমিন বারীয়া দরবারের পীর শাহছূফি ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী (ম.জি.আ)। বিশেষ অতিথি ছিলেন আল আমিন বারীয়া দরবারের শাহজাদা ছৈয়্যদ মুহাম্মদ দস্তগীর বারী। বিশেষ বক্তা ছিলেন মুহাম্মদ মঈনউদ্দীন আল কাদেরী, গোলাম মোস্তফা সোহাগ, শাহজাদা ছৈয়্যদ মুহাম্মদ শাহজীবারী হুজাইফা, মুহাম্মদ ছৈয়্যদুল হক প্রমুখ। পরে মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশ ও বিশ্ববাসীর ওপর আল্লাহর রহমত কামনায় মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহছূফি ছৈয়্যদ মুহাম্মদ বদরুদ্দোজা বারী। প্রেস বিজ্ঞপ্তি।












