খাগড়াছড়িতে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধারের পর বনে অবমুক্ত করেছে বন বিভাগ। গতকাল রোববার বিকেলে বানরটিকে খাগড়াছড়ি বন বিভাগের আলুটিলা সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, সকালে ভাইবোনছড়া সতের মাইল এলাকায় স্থানীয়রা একটি লজ্জাবতী বানর দেখতে পায়। এ সময় বানরের কামড়ে আহত এক ব্যক্তি হাসপাতালে ভ্যাকসিন নিতে আসে। হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা বিষয়টি আমাকে অবগত করে। খবর পাওয়ার পর দ্রুত সদর রেঞ্জ কর্মকর্তারা ভাইবোন ছড়া থেকে লজ্জাবতী বানর উদ্ধার করে নিয়ে আসে। বিকেলে আলুটিলায় প্রাকৃতিক বনে বানরটি অবমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, গত ১৩ এপ্রিল একটি সুস্থ প্রাপ্তবয়স্ক লজ্জাবতী বানর এখানে অবমুক্ত করা হয়। সপ্তাহের ব্যবধানে আজ (রোববার) আরো একটি বানর অবুমক্ত করা হল। এই বনে এখন দুটো লজ্জাবতী বানর রয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা আরো বলেন, লজ্জাবতী বানর আর্ন্তজাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত প্রাণী।