‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনবোধ তুলে ধরেছি’

লেখকের কথা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান তিনটি জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা পাহাড়, বন, নদী, ঝর্ণা-এ অঞ্চলকে স্বতন্ত্র ভৌগলিক বৈশিষ্ট্য দান করেছে। এ অঞ্চলের নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক গুরুত্বও অপরিসীম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও জাতিসত্তা অধিবাসীদের মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চংগ্যা, ম্রো, লুসাই, বোম, পাংখো, খুমি, চাক, খেয়াংসহ অন্যান্য উপজাতি জনগোষ্ঠি বাস করে এখানে। যারা নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য ও কৃষ্টির স্বকীয়তা বজায় রেখেছে যুগ যুগ ধরে।
পাবর্ত্য অঞ্চলে বসবাসরত নৃ-গোষ্ঠির জীবনাচারসহ তাদের সম্পর্কে নানা তথ্য জানা যাবে ‘পার্বত্য জনজাতির ভাষা-সাহিত্য ও সংস্কৃতি’ গ্রন্থে। এবার বইমেলায় প্রকাশিত গবেষণামূলক গ্রন্থটির সম্পাদক শামসুদ্দীন শিশির। ‘নেতিক শিক্ষা’ নামেও একটি গ্রন্থ বেরিয়েছে তার। নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলায় তার সঙ্গে কথা হয় দৈনিক আজাদীর।
‘পার্বত্য জনজাতির ভাষা-সাহিত্য ও সংস্কৃতি’ গ্রন্থে কোন কোন বিষয়গুলো স্থান পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যেসব নৃ-গোষ্ঠি আছেন তাদের কথা তুলে ধরেছি। তাদের জীবনাচার, তাদের পোশাক-পরিচ্ছেদ, খাদ্যভ্যাস, ভাষা, সাহিত্য-সংস্কৃতি, তাদের জুম চাষের যে নিয়ম-কানুনগুলো আছে তা তুলে এনেছি। দৈনন্দিন যে জীবন তারা উপভোগ করছে তার সবকিছু নিয়েই বইটা প্রকাশিত হলো।
তিনি বলেন, বৈচিত্র্যময় আমাদের দেশ, বাংলাদেশ। ষড়ঋতুর এই দেশে যেমন ঋতুর বৈচিত্র্যতা আছে, তেমনি আছে ফুল-পাখির বৈচিত্র্যময় উপস্থিতি। মানুষও প্রকৃতির বৈচিত্র্যময়তার অন্যতম শোভা। এদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ একান্ত কাছাকাছি থেকে বসবাস করছে। প্রকৃতির সৌন্দর্যকে আরো উত্তমণ্ডিত করেছে পঞ্চাশটিরও বেশি নৃ-গোষ্ঠির উজ্জ্বল উপস্থিতি। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, বম, খিয়াং, লুসাই, ম্রোা, খুমি, পাংখো, গারো মনিপুরি, রাজবংশী, পাঙন ইত্যাদি। তাদের জীবনধারণ প্রণালী, সমাজ-সংস্কৃতি, সাহিত্য ও ভাষার বৈচিত্র্যতাও আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু আমাদের দেশের এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবন বৈচিত্র্যের কথা অনেকেরই অজানা।
তিনি বলেন, এ বইয়ে বেশ কিছু প্রবন্ধ আছে। সেখানে চাকমা ভাষা ও সাহিত্য, মারমাদের জীবন ও জীবিকার কথা, পাংখোয়াদের জীবনের কথা, ত্রিপুরাদের জীবন ও সংস্কৃতির কথা, ম্রোদের জীবন ও জীবিকার কথা আছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যেসব জনগোষ্ঠি আছে তাদের জীবনবোধটাকে পাঠকের কাছে তুলে ধরেছি।

পূর্ববর্তী নিবন্ধদেশে আরও তিন মৃত্যু, রোগী বেড়েছে ৩২৭ জন
পরবর্তী নিবন্ধরপ্তানি নিষিদ্ধ করে পশ্চিমা নিষেধাজ্ঞার জবাব রাশিয়ার