আমায় দিয়ে হয়নি তব ক্ষতি, তবু করে গেলে,
একটু না হয় খুশিই হলে আর কি কিছু পেলে?
জগতটা তো এমনি গেল নষ্ট লোকেদের হাতে,
পরের ক্ষতি করে করে কেমন উঠে গেলে জাতে!
দেশটা বেঁচে খায় যারা তারাই দেখি আছে ভালো।
কেন তবে শুধু শুধু ন্যায়ের পথে চলতে বলো?
ন্যায় নীতি সত্যনিষ্ঠ শুধু আজ বোকাদের জন্য,
যাদের নেই রাজনীতির ধার তারাই নগণ্য।