এক সময়ের সৌন্দর্য্য কন্যা কোর্ট হিল বা পরীর পাহাড় এখন ইট পাথরের জঞ্জালে রুপান্তরিত হয়েছে। যেদিকে চোখ যাই সেদিকেই সারি সারি স্থাপনা। ফলে অগ্নিকাণ্ড, ভূমিকম্প, পাহাড় ধস থেকে শুরু করে নানা রকম সংকটের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি রোধে কোর্ট হিলে অগ্নি নির্বাপণ কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। যেখানে অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে ফায়ার স্টেশনের একটি চৌকস অগ্নি নির্বাপক দল মহড়াটি পরিচালনা করেন। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনাকাঙ্খিত অগ্নিকাণ্ড থেকে বাঁচতে এ মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
মহড়া শেষে জেলা প্রশাসক কার্যকর মহড়া অনুষ্ঠানের জন্য ফায়ার সার্ভিসের অংশগ্রহণকারী দলকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং বলেন, পরীর পাহাড় তথা কোর্ট হিল এলাকায় যত্রতত্র অপরিকল্পিত অনুমোদনহীন ভবন নির্মাণের ফলে মৃদু ভূমিকম্প, পাহাড় ধস কিংবা বৈদ্যুতিক শট সার্কিট প্রভৃতি দুর্ঘটনা থেকে অগ্নিকাণ্ডের ফলে ভয়াবহ সংকট দেখা দিতে পারে। তাছাড়া নিকটস্থ কোন স্থানে পানির সংকুলান না থাকায় মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। উল্লেখ্য, কর্মশালা ও মহড়া অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী ও বিভিন্ন স্থরের মানুষ মহড়াটি প্রত্যক্ষ করেন।