কোন অস্ত্রে ইউক্রেনকে আক্রমণ রাশিয়ার

টি-৯০ ট্যাঙ্ক থেকে কোয়াল্টসিয়া কামান!

আজাদী ডেস্ক | শুক্রবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৪ পূর্বাহ্ণ

যুদ্ধবিমান থেকে শুরু করে মর্টার, বারুদের গন্ধে ভারী ইউক্রেনের আকাশ। শুধু আকাশপথে নয়, স্থলপথেও সামরিক দিক দিয়ে শক্তিশালী দেশ রাশিয়া। প্রশ্ন হল, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই সংঘাতে নিজেদের অস্ত্রভান্ডার থেকে সম্ভব্য কোন কোন সামরিক অস্ত্রসজ্জা নিয়ে হামলা পারে রাশিয়া? কোন অস্ত্রের জোর তুলনামূলক বেশি?
তবে এই সংঘাতে রাশিয়ার প্রধান অস্ত্র হয়ে উঠতে পারে, শক্তিশালী অত্যাধুনিক ট্যাঙ্ক ‘টি-৯০’। বিশ্বের সামরিক শক্তির ইতিহাসে অন্যতম বিশ্বস্ত যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে পরিচিত টি-৯০ সামরিক ট্যাঙ্ক। বার বার এই ট্যাঙ্ক যে কোনো প্রকারের সামরিক সংঘাতের জন্য উপযুক্ত বলেই প্রমাণিত হয়েছে। টি-৯০ ট্যাঙ্কটি দাগেস্তান, সিরিয়াসহ একাধিক সামরিক যুদ্ধের সাক্ষী। কনট্যাক্ট ৫ বিস্ফোরক বর্মের উপস্থিতি শত্রুর অস্ত্রের হাত থেকে ট্যাঙ্কগুলিকে রক্ষা করে। এই ট্যাঙ্কের মধ্যে থাকা ইনফ্রারেড সংকেতগুলি বিপদকে আগে থেকেই মেপে নিতে পারে। বিপদের সংকেত পাওয়ার পরই এই ট্যাঙ্ক নিজেদের ধোঁয়ার চাদরে ঢেকে ফেলে। এ ছাড়াও আধুনিক সমস্ত অস্ত্রের দ্বারাই সজ্জিত থাকে এই টি-৯০ ট্যাঙ্কগুলি। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে সুরক্ষিতভাবে সেনা সদস্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সক্ষম ‘রাকুশকা’ সামরিক যান। অত্যাধুনিক অস্ত্র দ্বারা সুসজ্জিত সেনা গাড়িটি আকাশ থেকে অবতরণের পর প্যারা ট্রুপার বাহিনীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে।

পূর্ববর্তী নিবন্ধওয়াইপার ম্যালওয়্যার দিয়ে ব্যাংকের তথ্য মুছে দিচ্ছে রাশিয়া?
পরবর্তী নিবন্ধআকাশে বোমা, পাতালে আশ্রয়