কোথাও একটা কিন্তু

ডা. প্রণব কুমার চৌধুরী | বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৪ পূর্বাহ্ণ

কোথাও একটা কিন্তু

সচল অব্যয় জীবনে

কখনো কমা, কখনোবা দাড়ি টেনে পথে

পেরোতে দোলাচল সাঁকো।

কিন্তু ছিল বলে

কপালে রেখে তিন দার্শনিক আঙুল

বিবেচক হয়েছে কাম, ক্রোধ ডানাকাটা

লোভাতুর চোখ নেমেছে মাটিতে

কিংবা,

মোহ হাত হতে পড়েছে খসে

গোলাপের খাম।

তাতে অদলবদল জীবনের পাত্রখানি।

পূর্ববর্তী নিবন্ধআমাকে ক্ষমা করো মহাজীবন
পরবর্তী নিবন্ধবিধিবহির্ভূত