চট্টগ্রাম সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এবং বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.এফ.এম শামীমের যৌথ পরিচালনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় আজ রোববার নগরীর কোতোয়ালী থানা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মুখ সড়ক, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা ও নুর আহম্মদ সড়কের উভয় পার্শ্বের রাস্তা ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা এবং ফুটপাত অবৈধ দখল মুক্ত করে জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন।