কেউ কাউকে হারাতে পারেননি শাহজালাল ও হোসেন বলী

৫৭ মিনিটের লড়াই

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৯ জানুয়ারি, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

প্রতিবছর পৌষের শেষ এবং মাঘের শুরুতে চট্টগ্রামের ফটিকছড়ির তৌহিদুল আনোয়ার হাই স্কুলের উদ্যোগে ৪ দিনব্যাপী পৌষ মেলার আয়োজনের শেষ দিনে বলীখেলা অনুষ্ঠিত হয়। ২০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের বালির মাঠে এবারের বলীখেলায় ফাইনাল চলে দীর্ঘ ৫৭ মিনিট। ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমিল্লার শাহজালাল বলী এবং মহেশখালীর মোহাম্মদ হোসেন বলী। তারা কেউ কাউকে হারাতে পারেননি। পরে রেফারি উভয়কে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেন। গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন শাহজালাল বলী। এবারও যৌথ চ্যাম্পিয়ন তিনি। খেলার মাঠের চারদিকে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল। গতকাল বেলা ২টা থেকে শুরু হওয়া এ বলী খেলা শেষ হয় বিকেল ৫টা ১৫ মিনিটে। প্রতিযোগিতায় তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন যথাক্রমে মোহাম্মদ সাহাবুদ্দীন ও মোহাম্মদ রুবেল।

চ্যাম্পিয়ন শাহজালাল বলী বলেন, ‘গতবার এ মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার যৌথ চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। এমন আয়োজন সব জায়গায় হওয়া উচিত।’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আহমেদ শামসুল আনোয়ার ফাউন্ডেশনের সভাপতি এ এস এম কামাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেনসুজাউদ্দীন জাফর, আহমেদ শফিউল আজিম, শরিফ শমশের, কাউসার বেগম, সাইফুল ইসলাম প্রমুখ। চট্টগ্রামের ফটিকছড়িতে ১৫ থেকে ১৮ জানুয়ারি তৌহিদুল আনোয়ার হাই স্কুলের উদ্যোগে ৪ দিনব্যাপী পৌষ মেলার আয়োজনের মধ্য দিয়ে এই খেলার ব্যবস্থা করা হচ্ছে গত বছর থেকে। এ মেলার আকর্ষণ বলী খেলা, কবিগান, বাউল গান, আধুনিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের বিভিন্ন নাটিকা গান এবং গ্রামীণ মেলা।

পূর্ববর্তী নিবন্ধরিটার্নিং কর্মকর্তার সঙ্গে ‘বাগবিতণ্ডা’: চট্টগ্রামে ২ কলেজ শিক্ষক বরখাস্ত
পরবর্তী নিবন্ধ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ৯ মার্চ