কুমিল্লার মনোহরগঞ্জের রাস্তার স্থায়ী সমাধান চাই

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা থেকে মনোহরগঞ্জ আসার রাস্তার বেহাল দশা। বিশেষ করে লাকসাম থেকে হামিরাবাগ আসার রাস্তার অত্যন্ত খারাপ অবস্থা। পাড় ভাঙা, রাস্তায় গর্ত হয়ে যাওয়া, বৃষ্টিতে রাস্তায় পানি জমা এগুলো নিত্যদিনের চিত্র এখানে। যা যাত্রীদের দেয় অসহনীয় কষ্ট। রাস্তার এ অবস্থার সুযোগে গাড়ির চালকরাও অধিক ভাড়া দাবি করে যা অনেক যাত্রীর কাছেই এ ভাড়া বহন করা কষ্টকর হয়ে যায়। এখানে বহুবার রাস্তা নির্মাণ কাজ করা হলেও টিকছে না রাস্তার প্রলেপ, ভেঙে পড়ছে রাস্তার ঢালাই এতে ঘটছে দুর্ঘটনা। গত কয়েক বছরে এখানে বড় ধরনের দুর্ঘটনাও দেখা যায়। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই লাকসামমনোহরগঞ্জের রাস্তা নামমাত্র নির্মাণ না করে দীর্ঘ মেয়াদি এবং টেকসই রাস্তা করা হোক। যাতে এলাকাবাসীর কষ্টের স্থায়ী একটা সমাধান হয়।

ইসরাত জাহান

শিক্ষার্থী

লোক প্রশাসন বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধশচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় : কবি ও নাট্যকার
পরবর্তী নিবন্ধপিতা মাতাকে যোগ্য মর্যাদা দাও