কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটায় কিশোর গ্যাং লিডার ও ছিনতাইকারী মো. বাদশার উৎপাতে স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছে। সাধারণ মানুষ ও আগন্তুকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে প্রতিনিয়ত মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে বাদশা ও তার চক্রের সদস্যদের বিরুদ্ধে। এঘটনায় অতিষ্ঠ হয়ে বাদশার বিরুদ্ধে স্থানীয় শতাধিক মানুষের স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিএমপি কমিশনারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। এবিষয়ে সিএমপির সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) মো. ইয়াছির আরাফাত জানান- স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে আমরা বাদশাকে অফিসে ডাকিয়েছি। সে আসেনি। সে যদি আগামী দশদিনের মধ্যে ভাল রাস্তায় ফিরতে না পারে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি তার পরিবারকে অবগত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় ছিনতাইসহ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তার নেতৃত্বে গড়ে উঠেছে এলাকায় চোরাই সিন্ডিকেট। তারা ট্রলার থেকে মাছ ও জাল চুরি করে। স্থানীয় ইউপি সদস্য ফরিদ জুয়েল জানান, ভুক্তভোগীরা বাদশার বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। জানা গেছে, মো. বাদশা স্থানীয় নুরুল ইসলামের পুত্র। তার নেই কোন রাজনৈতিক সম্পৃক্ততা। তবুও দাপটের সাথে সে এলাকায় ছিনতাই করে বেড়াচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।