কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক

| সোমবার , ৩ জুন, ২০২৪ at ৮:৫৭ পূর্বাহ্ণ

ডবলমুরিং থানার অন্তর্গত দক্ষিণ পাহাড়তলী বাদামতলী হাজী আব্দুল গণি রোড এখন অপরাধ জগতের শ্রেষ্ঠ আস্তানা। জোর ডেবার পার হতে অপরাধী চক্র কৌশলে অত্র এলাকায় ঢুকে জমিদারদের ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে গাজার ব্যবসা শুরু করে।

বাড়িওয়ালা, এলাকাবাসী, মাদক বিরোধী আন্দোলন নেতাকর্মী তাদের উক্ত কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে বিভিন্ন রকম চোর, ডাকাত, সন্ত্রাসী দ্বারা ক্ষতি করবে বলে হুমকি ধমকি দিচ্ছে। কোরবানির হাট আরম্ভ হবার সাথে সাথে বাজার থেকে গরু, ছাগল, প্রাণীগুলো গায়েব করে তাদের আওতাধীন গুদামের মাঠে নিয়ে যায়। আকাশ চুম্বী দাম বাড়িয়ে দেয়। কোরবান হাটে গেলে ক্রেতারা দিশেহারা হয়ে যায়। অনেক বার ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান চালিয়েও তাদের কৌশলের কাছে হেরে যায়। ওই অপরাধী গ্যাংদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এলাকার শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে কিশোর গ্যাং, মাদক ব্যবসা মুক্ত করার যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।

এম এ সালাম

পাহাড়তলী, চট্টগ্রাম ।

পূর্ববর্তী নিবন্ধমুহম্মদ আবদুল হাই : শিক্ষাবিদ ও ধ্বনিবিজ্ঞানী
পরবর্তী নিবন্ধবন্ধু নির্বাচনে সতর্ক হোন