ব্যাপক প্রতিবাদের মুখে কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনের ফল বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কুবাতবেক বোরনোভ। রোববার দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কারচুপির অভিযোগে রাজধানী বিশকেকজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। খবর বিডিনিউজের।
বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত একজন নিহত ও ছয় শতাধিক আহত হওয়ার পর প্রতিবাদকারীরা পার্লামেন্ট ভবন দখল করে নেয়, প্রেসিডেন্টের দপ্তর তছনছ করে। নির্বাচনের প্রকাশিত ফলে দেখা গিয়েছিল, প্রেসিডেন্ট সুরোনবাই জিনবেকভের মিত্র দলগুলো অধিকাংশ ভোট পেয়েছে, এতে ব্যাপক মাত্রায় ভোট কেনার অভিযোগ ওঠে। মঙ্গলবার বিরোধীদলগুলো সমর্থকরা অধিকাংশ সরকারি দপ্তর দখল করে নেয়। ব্যাপক প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী বোরনোভ পদত্যাগ করলেও প্রেসিডেন্ট জিনবেকভ এখনও ক্ষমতায় আছেন, তবে তিনি সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
মঙ্গলবার রাতে কিরগিজস্তানের পার্লামেন্টে বিরোধীদলীয় রাজনীতিক সাদির জাপারোভকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে সম্মত হয়, কিন্তু যে হোটেলে এই বৈঠক আহ্বান করা হয়েছিল ক্রুদ্ধ একদল লোক সেখানে হামলা চালালে জাপারোভ পেছনের একটি দরজা দিয়ে পালিয়ে যান বলে কিরগিজ গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।