কিয়েভে রুশ গুপ্তচরদের হত্যা করল ইউক্রেন

| সোমবার , ১৪ জুলাই, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, রাজধানী কিয়েভে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)-এর সন্দেহভাজন গুপ্তচরদের হত্যা করা হয়েছে। খবর বিডিনিউজের।

গত সপ্তাহে ইউক্রেনের এসইউবি সিকিউরিটি সার্ভিসের এক কর্নেলকে গুলি করে হত্যার সন্দেহে এই রুশ চররা ওয়ান্টেড ছিলেন। গত বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের কর্নেল ইভাল ভরোনিচ গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাকে হত্যার পেছনে রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস(এফএসবি) চররা জড়িত বলেই সন্দেহ ইউক্রেনের। এরপরই রোববার টেলিগ্রামে একটি বিবৃতি দিয়ে ইউক্রইনের গুপ্তচর সংস্থা এসইউবি ওই চরদের গ্রেপ্তার অভিযান চালালানোর কথা জানায়। বিবৃতিতে বলা হয়, রোববার সকালে বিশেষ অভিযান চলাকালে রাশিয়ার এফএসবি গুপ্তচর সংস্থার সদস্যরা বাধা দেন। সেই কারণে তাদেরকে হত্যা করা হয়েছে। তবে অভিযানে কয়জন রুশ গুপ্তচরকে হত্যা করা হয়েছে সে তথ্য জানায়নি ইউক্রেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৫৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধগাজায় ত্রাণ নিতে গিয়ে ২৪ জন নিহত