জানি, আমার নীরবতা তোমাকে ভাবায় না,
যদি ও থাকে ডাকবাক্সে আমার পত্রখানা
সেটা খুলে চিঠি পড়ার সময় তোমার হয় না
আমার কিছুই তোমার মনোযোগ পায় না।
ভাবের সাথে ভাবের থাকে যদি মিল
মুখ লুকায় তখন অন্য সব অমিল।
আমি খুঁজে ফিরছি কোথায় গরমিল
ঠিকই তো আছে তোমার আমার অন্ত্যমিল
তবুও তোমার পাশে আমি দাঁড়াতে গেলে
পৃথিবী ছুটে আসে সবকিছু ফেলে।
সকলেই তাকায় বড় বড় চোখ মেলে
কবির পাশে অকবির স্থান কি আর মেলে?
কী করে বোঝাই?
কিছু প্রেম আছে যার কোনও নাম নাই,
কিছু মায়া আছে যার কোনও কায়া নাই,
কিছু সম্পর্ক আছে যার কোনও ঠিকানা নাই।