কিছু না হয় থাকুক এভাবেই

শামীম ফাতেমা মুন্নী | রবিবার , ১১ এপ্রিল, ২০২১ at ৭:৩৭ পূর্বাহ্ণ

অন্তরালেই অন্তরীণ হয়ে থাকুক না হয় কিছু অনুভব
সুবাসিত স্নিগ্ধতায় হৃদয়ের অতলান্তে,
গোপন ডায়েরির শুকনো গোলাপের ফসিলের মতো!

মনোবীণার তারে ঝংকার তুলুক না হয় কিছু সংলাপ
চুপিসারে অনন্ত প্রেমের মূর্চ্ছনায়,
গোপন অভিসারের মূর্ত প্রতিচ্ছায়ায় অন্তর্লীনের মতো!

কথা না হয় কিছু জমে উঠুক দুচোখের দৃষ্টিবাণের ইশারায়
মৃদু হাসির আভায় আলোকিত ছোঁয়ায়,
স্পর্শের আঙিনা জুড়ে কোহিনূর হীরের অস্তিত্বের মতো!

ভায়োলিনে সুর বাজুক তবে উদাসী মনের মৃদু বাউলিয়ানায়
আকর্ষিত মধ্যাকর্ষণ শক্তির উদ্দীপ্ত অভিলাষে,
সুবাসিত প্রতিশ্রুতির আবেগে প্রলম্বিত ঊষ্ণ চুমুর মতো!

আমরা ছিলাম, আছি, আমরা থাকবো আমাদের মতো,
আমাদের চারপাশ ঘিরে থাকুক এভাবেই ভালোবাসা যতো।

পূর্ববর্তী নিবন্ধকথার ঘূর্ণিপাকে –
পরবর্তী নিবন্ধভাবনায় তুমি