‘মাদকমুক্ত সমাজের জন্য কারাতে’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা ক্রীড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পাঁচলাইশ শাখার উদ্বোধন উপলক্ষ্যে গত ১ মার্চ সোমবার মাদক ও ধর্ষনমুক্ত সমাজ নিশ্চিত করার দাবিতে এক র্যালির আয়োজন করা হয়। শিশু, যুবক-যুবতী ও অভিভাবকদের নিয়ে এই র্যালি আয়োজনে সহযোগিতা করে পাঁচলাইশ মডেল থানা ও পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতি। র্যালির নেতৃত্ব দেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভুঁইয়া ও পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম। র্যালিটি পাঁচলাইশ থানা থেকে শুরু হয়ে প্রবর্তক মোড় ঘুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দিয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পাঁচলাইশ শাখায় গিয়ে শেষ হয়। পরে নতুন শাখায় কেক কেটে উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাঁচলাইশ মডেল থানার কমিউনিটি পুলিশের মেম্বার সেক্রেটারি ও আবাসিক কল্যান সমিতির সাধারন সম্পাদক। র্যালি সহ শাখা উদ্বোধনের আয়োজক ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সেনসী এ বি রনি এবং তাকে সহযোগিতা করেন সহকারি কোচ আইয়ুব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম, রন্জিত কুমার নাথ, ইখলাসুর রহমান, তাসপিয়া সিরাজ, আরমান, বিপ্লব, অভিষেক শর্মা, তামিম রাইয়ান, সৈয়দ মোরশেদ, রিপন এবং ২৬ তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত রবিউল হাসান রবিন, আজয়াদ রাফসান ও অরুন বড়ুয়া।