হোটেলের বাইরে দেড় ঘণ্টা হাঁটতে পারবেন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ মার্চ, ২০২১ at ১২:০৪ অপরাহ্ণ

নিউজিল্যান্ডের মাটিতে ধীরে ধীরে মুক্তির নিঃশ্বাস নিতে পারছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। করোনাকালে দেশটিকে কঠোর কোয়ারেন্টাইন মানতে গিয়ে এখনো হোটেলে বন্দী তামিমরা। তবে তিনদিন একেবারে রুমে বন্দী থাকার পর চতুর্থ দিন থেকে ৪০ মিনিটের জন্য বাইরে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাটার সুযোগ পেয়েছিল ক্রিকেটাররা। গতকাল থেকে সে সময়টা বেড়েছে। এখন প্রতিদিন ১০০ মিনিট করে হাটতে পারবে ক্রিকেটাররা। গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোরে টাইগাররা নিউজিল্যান্ডে পৌঁছার পর থেকে করোনা পরিস্থিতি দারুণভাবে সামাল দিয়েছে নিউজিল্যান্ড। তাই বিদেশ থেকে যাওয়া যে কারও ক্ষেত্রে নিয়মের ছাড় দিচ্ছে না তারা। যে কারণে বাংলাদেশ থেকে যাওয়া ৩৫ জনের বহরকে মানতে হচ্ছে কঠোর করোনাবিধি। তবে সময় যত অতিবাহিত হচ্ছে, ততই বাড়ছে সুযোগ সুবিধা। গত চারদিন মাত্র ৪০ মিনিট হাটতে পারতো বাংলাদেশ দল । গতকাল থেকে সেটি বাড়িয়ে করা হয়েছে ১০০ মিনিট। অর্থাৎ রুম কোয়ারেন্টাইনে থাকলেও প্রতিদিন ১০০ মিনিট করে বাইরে হাঁটতে পারবেন সবাই। বাংলাদেশ দলের জন্য সুখবর রয়েছে আরও। আজ বুধবার থেকে পাওয়া যাবে জিম করার সুবিধা এবং বৃহস্পতিবার থেকে প্রতি ৫ জন মিলে করা যাবে গ্রুপ অনুশীলন। গতকাল এসব তথ্য জানিয়েছেন দলের সঙ্গে থাকা প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। গতকাল সবার কাছ থেকে সংগ্রহ করা হয়েছে তৃতীয় করোনা পরীক্ষার নমুনা। এসব পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয় না। তবে সবাই নেগেটিভ হলেই প্রতিদিন বাড়ছে সবধরনের সুযোগ-সুবিধা। যা অব্যাহত থাকলে অর্থাৎ সবাই করোনা নেগেটিভ থাকলে ১০ মার্চ থেকে মুক্তভাবে চলাফেরা করতে পারবে বাংলাদেশ দল। সফরকালে বাংলাদেশ দল স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

পূর্ববর্তী নিবন্ধকিক ফাইটার কারাতে স্কুলের মাদক ও ধর্ষণ বিরোধী র‌্যালি
পরবর্তী নিবন্ধক্রিকেট নেট পেল সিসিএ