করোনা বিধি নিষেধের মধ্যেও গতকাল মাল্টা-ফেব্রিক্সসহ ৬৪ লট পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। দুপুর আড়াইটায় কাস্টমসের নিলাম শাখায় বিডারদের (নিলামে অংশগ্রহণকারী) উপস্থিতিতে দরপত্রের বক্স খোলা হয়। চট্টগ্রামে কাস্টমস হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয়ের স্থাপিত বক্সে দরপত্র জমা পড়েছে ৭০টি। তবে রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম-কমিশনারের (সদর) দপ্তরে স্থাপিত বক্সে একটি দরপত্রও জমা পড়েনি।
চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, ৬৪ লট পণ্যের মধ্যে রয়েছে মাল্টা, ফেব্রিক্স, রাসায়নিক পদার্থ, হাইড্রোলিক এসিড, টেক্সটাইল পণ্য, পোশাক শিল্পের কাঁচামাল, প্লাস্টিক হ্যাংগার, চামড়াজাত পণ্য, বেবি ডায়াপার। এর আগে গত ৪ জুলাই থেকে নিলামের দরপত্র ও ক্যাটালগ বিক্রি শুরু হয়। জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (নিলাম শাখা) মো. আল আমিন দৈনিক আজাদীকে বলেন, নিলাম আমাদের নিয়মিত কাজের অংশ। এই করোনার মধ্যেও আমরা নিয়মিত নিলাম কার্যক্রম চালিয়ে যাচ্ছি।