প্রকৌশল এবং প্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে করণীয় বিষয়ে আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসডিটিআইআর-২০২১’ আয়োজন করতে যাচ্ছে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। কাল ১২ এবং পরের দিন ১৩ মার্চ অনুষ্ঠিতব্য দুদিনের এ কনফারেন্সে জাতীয় ও আন্তর্জাতিকমানের গবেষকরা পুরকৌশল, কম্পিউটার প্রযুক্তি, বস্ত্র প্রকৌশল এবং তড়িৎ প্রকৌশল বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং আলোচনা করবেন। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. দীপুমনি এমপি। কীনোট স্পিকার থাকবেন তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি। আরও উপস্থিত থাকবেন কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক পানিসম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম, এমপি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ। স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নূরল আনোয়ার। কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি। প্রেস বিজ্ঞপ্তি।