রাউজান দেওয়ানপুর গ্রামে হযরত শাহ সুফি ছৈয়দ মোহাম্মদ মতিউর রহমান ওরফে (মতি ফকির) আল কাদেরী আল চিশতিয়া আল আশরাফী (ক.) এর বার্ষিক ওরশ আগামীকাল শুক্রবার গশ্চি শাহী দরবারে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে – বাদ আছর খতমে কোরআন, গাউছিয়া শরীফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদ এশা ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। ওরশে ভক্ত–আশেকানদের উপস্থিত থাকার জন্য সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ইউছুপ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।