কাল গশ্চি শাহী দরবারে ওরশ

| বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৩৯ পূর্বাহ্ণ

রাউজান দেওয়ানপুর গ্রামে হযরত শাহ সুফি ছৈয়দ মোহাম্মদ মতিউর রহমান ওরফে (মতি ফকির) আল কাদেরী আল চিশতিয়া আল আশরাফী (.) এর বার্ষিক ওরশ আগামীকাল শুক্রবার গশ্চি শাহী দরবারে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ আছর খতমে কোরআন, গাউছিয়া শরীফ, বাদে মাগরিব মিলাদ মাহফিল, বাদ এশা ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। ওরশে ভক্তআশেকানদের উপস্থিত থাকার জন্য সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ইউছুপ অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় কিশোর গ্যাং লিডার আটক
পরবর্তী নিবন্ধচবির সাবেক ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিল শিক্ষার্থীরা