মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে–বাদে নামাজে জোহর পবিত্র খতমে কোরআন শরীফ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক আলোচনা ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর জীবনী শীর্ষক আলোচনা, রওজা পাক জেয়ারত। বাদে নামাজে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদানের মাধ্যমে নুরে কোরআন বিতরণ, রওজা পাক জেয়ারত। বাদে নামাজে মাগরিব ফাতেহা শরীফ আদায়, রাসূলে পাক (দ.) এর সুন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নির্দিষ্ট ছবক প্রাপ্ত), তাওয়াজ্জুহ’র মাধ্যমে রাসূলে পাক (দ.) এর বাতেনি নুর বিতরণ, ঈছালে ছাওয়াব ও মোরাকাবা, রওজা পাক জেয়ারত। নামাজে এশা জিকিরে গাউছুল আজম মোর্শেদী, বাদে নামাজে এশা মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলীর নুরানি তাকরির মোবারক, মিলাদ–কিয়াম, মোনাজাত, রওজা পাক জেয়ারত ও তরিক্বতের নির্দিষ্ট তারতিবে দরুদে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায়, তাবররুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।