কাভার্ডভ্যানের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু, আহত ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অপর এক আরোহী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে উপজেলার ধুমঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সোনাপাহাড় বাজার এলাকার রাসেল (২৪) ও শাহিন (২৫)। আহত আরোহীর নাম ইউসুফ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির কাভার্ডভ্যান মস্তাননগর এলাকায় অপর একটি গাড়িকে ধাক্কা চাপ দিলে গাড়িটি মহাসড়কের পাশে চলে যায়। তখন মোটরসাইকেলে থাকা ৩ যুবক ক্ষিপ্ত হয়ে ঐ কাভার্ডভ্যানকে তাড়া করে ধুমঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে কাভার্ডভ্যানটি তাদেরও ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের পাশে পড়ে যায়। আর এতে ২ জনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন জানান, ঘটনাস্থলে রাসেল ও চমেক হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় শাহীন। আহত ইউসুফের অবস্থা আশঙ্কাজনক।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির জন্ম হয়েছে ‘হ্যাঁ’ ভোটে, মৃত্যু হবে ‘না’ ভোটে : পাটওয়ারী
পরবর্তী নিবন্ধহোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ