কাপ্তাই ও রাঙামাটি জেলায় গত ৩দিন মুষল ধারায় বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে কাপ্তাই লেকে পানি বেড়েছে ৩ ফুট। কাপ্তাই লেকে বর্তমানে ১০৬.৪৫ ফুট এম এস এল (মীন সি লেভেল) পানি রয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি করা হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বর্তমানে চালু রয়েছে। এই ৪টি ইউনিট থেকে উৎপন্ন হচ্ছে ১৮২ মেগাওয়াট বিদ্যুৎ। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এই তথ্য নিশ্চিত করে আজাদীকে বলেন, রক্ষণাবেক্ষণ কাজের জন্য আপাতত ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। সেটি চালু করা সম্ভব হলে আরো ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিট সম্পর্কে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ২ নম্বর ইউনিটটি প্রায় ৬ মাস আগে বন্ধ রাখা হয়েছিল। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্ড্রি হাইড্রোওয়ের প্রকৌশলীদের দ্বারা ২ নম্বর ইউনিটের কাজ সমাপ্ত করা হয়। এই কাজে ইতালির শ্রমিকদেরও সহযোগিতা নেওয়া হয়। তবে ২ নম্বর ইউনিটটি পুরোপুরি সচল করার জন্য কমিশনিংয়ের কাজ বাকী রয়েছে। ভারত থেকে দক্ষ প্রকৌশলী এনে কমিশনিংয়ের কাজ করার পর ২ নম্বর ইউনিটটি চালু করা সম্ভব হবে।বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট, ৪ নম্বর ইউনিট থেকে ৪৫ মেগাওয়াট এবং ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।