কাপ্তাইয়ে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চোংড়াছড়ি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৮:৩১ পূর্বাহ্ণ

বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কাপ্তাই উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা গতকাল বরইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় চোংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১০ গোলে ব্যাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। চোংড়াছড়ি বিদ্যালয়ের রচনা তনচংগ্যা একমাত্র গোলটি করে। পরে বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। অনুষ্ঠানের বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার আচার্য্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগগা ইউপি চেয়ারম্যান চিরনজিত তনচংগ্যা, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা নিপু চন্দ্র দে।

পূর্ববর্তী নিবন্ধজেলা ইয়ুথ দাবায় অন্বয় দাশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধজেলা মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ শুরু