কাপ্তাইয়ে অসহায়দের মাঝে অনুদান প্রদান

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে স্থানীয় দরিদ্র ও অসহায় জনগণের মাঝে আর্থিক অনুদান ও অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়েছে। ৪১ বিজিবির অধিনায়ক ও ওয়াগ্‌গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল সাব্বির আহমেদ সমপ্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় ১২ দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়াও তিনটি পরিবারকে ঘর তৈরির জন্য প্রত্যেককে ৩ বান করে ঢেউটিন প্রদান করা হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ২টি পরিবারকে ২টি সেলাই মেশিন প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসুবর্ণচরে হতদরিদ্রদের জন্য আরও ১১ ঘর প্রস্তুত
পরবর্তী নিবন্ধনৈরাজ্য সৃষ্টি করলে জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে