কাপাসগোলায় শীতবস্ত্র বিতরণ

| বুধবার , ২১ ডিসেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মরণে ১৬, ২০ ও ৩২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্তের উদ্যোগে ও প্রকৌশলী জ্যোতির্ময় ধরের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

নগরীর কাপাসগোলা সরকারি বালক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিব ইমরান বিপ্লব। অতিথি ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রঞ্জু, হাজী মুহাম্মদ সেলিম রহমান, ভানু দাশ।

স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না দের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আবদুল হালিম, মোহাম্মদ আবদুর রহিম, ফেরদৌস জাহান, ফাতেমা তসলিম, অনুপমা দাশ, খায়রুন্নেসা ফাহিমা, নাজমা আক্তার, মহুয়া পাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।