জাকার্তার বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন কাজী আনারকলির বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার থেকে তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত শুরু হলো। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাকার্তা দূতাবাসের ডেপুটি চীফ অব মিশনের কাজী আনারকলির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামসকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গতকাল বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। কাজী আনারকলির বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাঁকে চাকরিবিধি অনুযায়ী শাস্তি পেতে হবে। খবর বাংলানিউজের।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গত ১৭ জুলাই ইন্দোনেশিয়া সফরে গিয়েছিলেন। সে সময় কাজী আনারকলির ঘটনাটি জাকার্তার বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তাদের কাছ থেকে জেনে নেন। তখন এ বিষয়ে যথাযথ তদন্তের নির্দেশনাও দেন পররাষ্ট্রমন্ত্রী।
সূত্র জানায়, গত ৫ জুলাই কাজী আনারকলির জাকার্তার বাসায় অভিযান চালায় ইন্দোনেশিয়ার মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। সে সময় তাঁর বাসায় নিষিদ্ধ মাদক মারিজুয়ানা পাওয়ার অভিযোগ ওঠে। পরে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে তাঁকে ঢাকায় ফেরত আনা হয়।