কাজাখস্তানে রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক নিরাপত্তা প্রধান গ্রেফতার

কী হচ্ছে আলমাতি শহরে?

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৫১ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-দাঙ্গার মধ্যেই কাজাখস্তানের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এদিকে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশটিতে ছড়িয়ে পড়া দাঙ্গায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহরটি। অন্তত ছয় দিন ধরে চলা বিক্ষোভ-দাঙ্গায় দেশটিতে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়ে গেছে। খবর বিডিনিউজের। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, চলমান সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান করিম মাসিমভের বিরুদ্ধে তদন্ত শুরু হয় গত বৃহস্পতিবার। এর মধ্যেই গতকাল শনিবার তাকে রাষ্ট্রদোহের অভিযোগে গ্রেফতার করা হয়।
এদিকে আলমাতিতে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে প্রধান স্কয়ারের আশেপাশে। বিক্ষোভ শুরু হওয়ার পর এখানেই প্রতিবাদকারীরা প্রথম জড়ো হয়। এসময় আশেপাশের সংবাদমাধ্যমগুলোর অফিস হামলার শিকার হয় এবং মেয়রের অফিস পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। ভবনটির রং এখন কালো। এখনো সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এখানকার কয়েকজন বাসিন্দা জানান, তারা হতবাক আর ক্ষুব্ধ। কাজাখস্তানে এ ধরনের সহিংস বিক্ষোভ এক বিরল ঘটনা। যে দ্রুততার সঙ্গে এই সহিংসতা ছড়িয়েছে তাতে তারা অবাক হয়ে গেছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতে দৈনিক শনাক্ত ৭ মাসে সর্বোচ্চ
পরবর্তী নিবন্ধবোধনের ইচ্ছামতি