কাগতিয়া মাদরাসার মহানগর ক্যাম্পাসে অভিভাবক সমাবেশ

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:২৯ পূর্বাহ্ণ

কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদরাসা মহানগর ক্যাম্পাসে অভিভাবক সমাবেশ গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নানুপুর লায়লা কবির ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া। বিশেষ অতিথি ছিলেন নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী। বক্তারা নতুন কারিকুলাম, মাদরাসার সার্বিক সুযোগসুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনাসমূহসহ নানাবিধ বিষয় অভিভাবকদের সম্মুখে তুলে ধরেন। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দীন ও মুহাম্মদ বেলাল।

সমাবেশে ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের মাঝে ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড প্রদান
পরবর্তী নিবন্ধসমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল