কর্ণফুলী লায়ন্স ক্লাবের উদ্যোগে অক্টোবর সেবা কার্যক্রম উপলক্ষে ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. শাহ আলমের সভাপতিত্বে গতকাল খান সাহেব আবদুল হাকিম উচ্চ বিদ্যালয়ে মাস্ক বিতরণ এবং স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকদের দিনব্যাপী ব্লাড গ্রুপিং, চক্ষু পরীক্ষা করানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ২য় ভাইস গভর্নর লায়ন মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ চৌধুরী । উপস্থিত ছিলেন লায়ন হেলাল উদ্দিন, লায়ন গাজী লোকমান হাসান চৌধুরী, লায়ন নিজামউদ্দিন, লায়ন লোকমান হোসেন, স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকা সহ ছাত্রছাত্রী ও কমিটির সদস্যবৃন্দ। প্রধান অতিথি স্কুলের প্রধান শিক্ষকের হাতে উপহার সামগ্রী তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।