কর্ণফুলীতে বিদেশ প্রত্যাগত কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনঃএকত্রীকরণে ওরিয়েন্টেশন

| শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বাস্তবায়নাধীন বিদেশ প্রত্যাগত কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনঃএকত্রীকরণের (রিইন্টিগ্রেশন) লক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার কর্ণফুলী উপজেলা পরিষদের সভাকক্ষে ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রামের সহকারী পরিচালক মুহাম্মদ আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাত। ভার্চুয়্যালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব সুরেন্দ্র নাথ সাহা। উপস্থিত ছিলেন চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান তালুকদার, প্রবাসী কল্যাণ ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. ফেরদাউস খায়ের ও কর্ণফুলী উপজেলা কৃষি অফিসার জিল্লুর রহমান।

সভায় বক্তারা বলেন, বিদেশ প্রত্যাগত কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পুনঃএকত্রীকরণের (রিইন্টিগ্রেশন) প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী ও যুগোপযোগী উদ্যোগ। এ প্রকল্পের মাধ্যমে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণ এবং পুনর্বাসন তথা নগদ প্রণোদনা, আত্মকর্মসংস্থানের সহযোগিতা, উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, ঋণ প্রাপ্তিতে সহযোগিতাসহ কাউন্সেলিং, দক্ষতা সনদ প্রদান, কারিগরি প্রশিক্ষণ গ্রহণে সহযোগিতা, কল্যাণমুলক অন্যান্য সহযোগিতার নিমিত্তে ৩০টি ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে সারাদেশে ডিপিপি অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির এইচ আর ক্লাবের কর্মশালা
পরবর্তী নিবন্ধবেংগুরা স্টেশনে কক্সবাজার স্পেশাল ট্রেনের যাত্রা বিরতির দাবি