করোনা থেকে মুক্তি শীঘ্রই নয়

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:১০ অপরাহ্ণ

সংক্রমণের গতি কমে যাওয়ার পাশাপাশি টিকাদান করোনাভাইরাস থেকে মুক্তির যে উচ্ছ্বাস তৈরি করেছে, তাতে খানিকটা রাশ টানলেন ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান অ্যান্ড্রিয়ে অ্যামেন। তিনি বলেছেন, করোনাভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবেলার প্রস্তুতি বিশ্ববাসীর রাখতে হবে। ইউরোপীয় সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান অ্যামেন এক সাক্ষাৎকারে এই সতর্কবার্তা দেন বলে যুক্তরাজ্যের ডেইলি মেইল জানিয়েছে। খবর বিডিনিউজের।
এক বছরে ১০ কোটির বেশি মানুষকে আক্রান্ত আর ২৩ লাখের বেশি প্রাণহানি ঘটিয়ে এখন কোভিড-১৯ মহামারীর প্রকোপ কমার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমপ্রতি গত চার সপ্তাহ ধরে সংক্রমণের হারে এবং দুই সপ্তাহ ধরে মৃত্যুর হারে নিম্নগতির তথ্য তুলে ধরে বলেছিল, এই প্রবণতা ‘উৎসাহব্যঞ্জক’। এর মধ্যে বিশ্বের নানা দেশে টিকাদানও শুরু হওয়ায় নতুন এই ভাইরাস প্রতিরোধের লড়াইয়ে জয়ের আশা জেগেছে বিশ্ববাসীর মনে।
সেই সময়ে সবাইকে সতর্ক করে ইইউর রোগ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান বললেন, ‘মনে হচ্ছে, এটা (করোনাভাইরাস) থেকেই যাবে। এটা মানবদেহে বেশ ভালো করেই বাসা বেঁধে নিতে পেরেছে।’ তিনি সেই সঙ্গে বলেন, ‘এটাই প্রথম ভাইরাস নয়, যেটা আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। ভাইরাসের ক্ষেত্রে এটা ব্যতিক্রমও নয়।’

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবারের মতো শিশুদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল চালাবে অক্সফোর্ড
পরবর্তী নিবন্ধমিয়ানমারে বিক্ষোভে ধর-পাকড়